Alexa পাবনায় ফেনসিডিলসহ আটক ২

ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৫ ১৪২৬,   ২০ মুহররম ১৪৪১

Akash

পাবনায় ফেনসিডিলসহ আটক ২

পাবনা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০৭:৫০ ২৫ আগস্ট ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনা সদর উপজেলার গাঁতী আটমাইল থেকে ফেনসিডিলসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আব্দুল লতিফের ছেলে জহুরুল ইসলাম ও একই উপজেলার মোবারক টিকরি গ্রামের আহসান আলীর ছেলে সেলিম রেজা।

সদর থানার ওসি ওবায়দুল হক জানান, উপজেলার গাঁতী আটমাইলে   চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় ঈশ্বরদী থেকে পাবনাগামী একটি অটোরিকশা থামালে দুই যাত্রী পালিয়ে যায়। পরে অপর দুই যাত্রী জহুরুল ও সেলিমের কাছ থেকে ২শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এমআর