Alexa পাবনায় চার ইটভাটা ধ্বংস, ছয় লাখ টাকা জরিমানা

ঢাকা, সোমবার   ২৭ জানুয়ারি ২০২০,   মাঘ ১৪ ১৪২৬,   ০২ জমাদিউস সানি ১৪৪১

Akash

পাবনায় চার ইটভাটা ধ্বংস, ছয় লাখ টাকা জরিমানা

পাবনা প্রতিনিধি  ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৯:০৪ ১২ ডিসেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনার ঈশ্বরদীতে চারটি অবৈধ ইটভাটা ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় এসব ইটভাটার মালিককে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ্ত রায় দীপন। এর আগে তার নেতৃত্বে পরিবেশ অধিদফতর, ফায়ার সার্ভিস ও পাবনা পুলিশ ইটভাটাগুলোতে অভিযান চালায়।

জরিমানা প্রদানকাারী প্রতিষ্ঠানগুলো হলো- মেসার্স এমএসই ব্রিকস, মেসার্স শাহজালাল ব্রিকস, মেসার্স মামা ভাগ্নে ব্রিকস, মেসার্স বিশ্বাস ব্রিকস। প্রত্যেক ইটভাটার মালিকের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদফতর পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, চারটি ইটভাটা খননযন্ত্রের সাহায্যে ভেঙে ফেলা হয়েছে। 

ডেইলি বাংলাদেশ/এমকেএ