Alexa পাবনায় চলনবিলে নৌকাডুবি, নারীসহ নিখোঁজ ৫

ঢাকা, সোমবার   ১৭ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ৪ ১৪২৬,   ২২ জমাদিউস সানি ১৪৪১

Akash

পাবনায় চলনবিলে নৌকাডুবি, নারীসহ নিখোঁজ ৫

 প্রকাশিত: ০১:০২ ১ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০১:০৫ ১ সেপ্টেম্বর ২০১৮

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

পাবনার চাটমোহরে চলনবিলে বেড়াতে এসে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ রয়েছেন নারীসহ পাঁচজন। 

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চাটমোহর থানার পুলিশ পরিদর্শক মো. শরিফুল ইসলাম।

নিখোঁজরা হলেন- আবদুল বিল্লাল গণি, তার স্ত্রী শিউলি খাতুন, মো. স্বপন হোসেন তার মেয়ে সাদিয়া খাতুন ও শাহনাজ খাতুন পারুল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ফায়ার সার্ভিস কর্মীরা। 

জানা গেছে, ভ্রমণকারীরা সবাই পাবনার ইশ্বরদী থেকে চলনবিলে ঘুরতে আসেন। সন্ধ্যায় চাটমোহরে ফেরার পথে হান্ডিয়ালের পাইকপাড়া নামকস্থানে নৌকাটি আচমকা উল্টে যায়। 

চাটমোহর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার মো. নজরুল ইসলাম জানান, স্থানীয়রা কয়েকজনকে উদ্ধার করতে পারলেও নৌকাসহ পানিতে তলিয়ে যায় ওই পাঁচজন। 

স্থানীয় উদ্ধারকারীরা জানান, নৌকার ছইয়ের ওপর লোক বেশি থাকার কারণে নৌকাটি উল্টে যায়।

ডেইলি বাংলাদেশ/আরএ