Alexa পাবনায় ইলিশ শিকারের দায়ে তিন জেলের দণ্ড

ঢাকা, শনিবার   ১৪ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২৯ ১৪২৬,   ১৬ রবিউস সানি ১৪৪১

পাবনায় ইলিশ শিকারের দায়ে তিন জেলের দণ্ড

পাবনা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০৪:০১ ১৫ অক্টোবর ২০১৯   আপডেট: ১১:১১ ১৫ অক্টোবর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনায় সুজানগরে পদ্মা নদীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ শিকারের দায়ে তিন জেলেকে দণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে দুইজনকে কারাদণ্ড ও একজনকে অর্থদণ্ড দেয়া হয়েছে। 

সোমবার এ রায় দেন সুজানগরের ইউএনও সুজিৎ দেবনাথ। কারাদণ্ডিতরা হলেন- উপজেলার নাজিরগঞ্জ ইউপির কামারহাট গ্রামের সাত্তার বিশ্বাসের ছেলে টুটুল সর্দার ও আজগর প্রাংয়ের ছেলে মিলন প্রাং। অর্থদণ্ডিত ইমরান বিশ্বাস একই ইউপির মোহনপুর গ্রামের মোকছেদ বিশ্বাসের ছেলে।

উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল হালিম জানান, উপজেলা প্রশাসন, পুলিশ ও উপজেলা মৎস্য বিভাগ সম্মিলিতভাবে পদ্মা নদীতে অভিযান চালায়। অভিযানে ৭০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫০ কেজি ইলিশসহ তিন জেলেকে আটক করা হয়। এ সময় অভিযানে থাকা ইউএনও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুইজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও  আরেকজনকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেন। অভিযানে উদ্ধার জাল সবার সামনে পুড়ানো হয়। এছাড়া উদ্ধার করা ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়।

ডেইলি বাংলাদেশ/এমকেএ/টিআরএইচ