Alexa পানিপথের যুদ্ধে বাবরের জয়, মহাশূন্যে ‘টেলিস্টার’ উৎক্ষেপণ

ঢাকা, শনিবার   ২৯ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ১৬ ১৪২৬,   ০৫ রজব ১৪৪১

Akash

ইতিহাসের পাতায় আজ  

পানিপথের যুদ্ধে বাবরের জয়, মহাশূন্যে ‘টেলিস্টার’ উৎক্ষেপণ

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৬:২৪ ১০ আগস্ট ২০১৯  

১৯৬২ - যোগাযোগ উপগ্রহ ‘টেলিস্টার’ মহাশূন্যে উৎক্ষেপণ করা হয়।

১৯৬২ - যোগাযোগ উপগ্রহ ‘টেলিস্টার’ মহাশূন্যে উৎক্ষেপণ করা হয়।

আজ যা ঘটছে, কাল তা ইতিহাস। আর এই ইতিহাসের প্রতিটা পাতায় লুকিয়ে আছে আমাদের জন্য শিক্ষণীয় অনেক বিষয়াবলী। এছাড়া বিভিন্ন ঐতিহাসিক বিষয়ে নানা প্রতিযোগিতামূলক পরীক্ষায় গুরুত্বপূর্ণ  কিছু প্রশ্ন থাকে। পাঠক চাহিদার কথা বিবেচনা করে আমাদের এই নিয়মিত আয়োজন- ইতিহাসের পাতায় আজ।

আজ ১০ আগষ্ট ২০১৯,  শনিবার । গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ২২১ তম (অধিবর্ষে ২২২ তম) দিন। 

ঘটনাবলি:

১৫২৬ - পানিপথের যুদ্ধে জয় লাভ করে মোগল সম্রাট বাবর আগ্রায় পদার্পণ করেন।

১৫৫৩ - লেডি জেন গ্রে ইংল্যান্ডের রানি হন।

১৯৪০ - দ্বিতীয় মহাযুদ্ধ চলাকালে মার্শাল হেনরি পেটেইন ফ্রান্সের শাসনভার গ্রহণ করেন।

১৯৬২ - যোগাযোগ উপগ্রহ ‘টেলিস্টার’ মহাশূন্যে উৎক্ষেপণ করা হয়।

১৯৬৬ - মহাকাশযান জেমিনি ১০ উৎক্ষেপন করা হয়।

১৯৬৮ - আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান্টাক্লারাতে ইন্টেল কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়।

১৯৯১ - বরিস ইয়েলৎসিন রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।

১৯৯২ - হানা সচুকা পোল্যান্ডের প্রথম মহিলা সরকার প্রধান নির্বাচিত।

জন্ম:

১৪৫২ - স্কটল্যান্ডের রাজা তৃতীয় জেমস।

১৬৩৫ - রবার্ট হুক ইংরেজ বিজ্ঞানী।

১৮৩৪ - চেক সাহিত্য সমালোচক, কবি ও গল্পকার ইয়ান নেরম্নদা।

১৮৫৬ - নিকোলা টেসলা, বিখ্যাত সার্বিয় - মার্কিন আবিষ্কারক, পদার্থবিজ্ঞানী, প্রকৌশলী।

১৯২৫ - ড. মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী।

১৯৬৮ - আমেরিকান অভিনেতা জনাথন গিলবার্ট।

১৯৮০ - আমেরিকান অভিনেত্রী জেসিকা সিম্পসন।


মৃত্যু:

৭১৫ - মুহাম্মদ বিন কাসেম সিন্ধু বিজয়ী মুসলিম সেনাপতির মৃত্যু।

১৮১৭ - জেন অস্টেন, একজন ইংরেজ ঔপন্যাসিক।

১৮৯৩ -শিক্ষানুরাগী ও সমাজসেবক নওয়াব আব্দুল লতিফ।

১৯৭৭ - চিত্রশিল্পী অতুল বসু।

২০০১ - হুমায়ূন রশীদ চৌধুরী, বাংলাদেশের জাতীয় সংসদের স্পীকার।  

ডেইলি বাংলাদেশ/এমএইচ