Alexa পানিতে ডুবে প্রাণ হারালেন ভাই-বোন

ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৬ ১৪২৬,   ২১ মুহররম ১৪৪১

Akash

পানিতে ডুবে প্রাণ হারালেন ভাই-বোন

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০১:৫৪ ১০ সেপ্টেম্বর ২০১৯  

রংপুরের মিঠাপুকুরে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ভাই ও বোনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার ভাংনী ইউপির চাঁনপুর ঠাকুরবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- ওই গ্রামের সুকরা মণ্ডলের মেয়ে সুমারু ও অতুল চন্দ্রের ছেলে প্রশান্ত। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

মৃতদের পরিবারের বরাত দিয়ে মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস বলেন, দুপুরে বাড়ি থেকে বের হয়ে অন্যান্য শিশুদের সঙ্গে খেলতে যান সুমারু ও প্রশান্ত। এক পর্যায়ে বয়সে বড় শিশুরা পুকুরের পানিতে গোসলে নামলে তারা পুকুর পাড়ে দাঁড়িয়ে সাঁতার কাটা দেখেন। এ সময় অসাবধানতাবশত পুকুরে পড়ে সুমারু ও প্রশান্ত তলিয়ে যান। এ খবর পেয়ে পরিবারের লোকজন পুকুরে অনেক খোঁজাখুঁজি করেন। পরে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়। 

ওসি আরো বলেন, কোনো অভিযোগ না থাকায় শিশু দুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

ডেইলি বাংলাদেশ/এমকেএ