Alexa পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের

ঢাকা, শনিবার   ২৪ আগস্ট ২০১৯,   ভাদ্র ৯ ১৪২৬,   ২২ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২৩:০৬ ১৫ জুন ২০১৯  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউপির সাউদপুর গ্রামে শনিবার দুপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

তারা হলো- ওই গ্রামের করিম বক্সের মেয়ে তামান্না আক্তার ও গোলাপগঞ্জ উপজেলার বাদেশ্বর গ্রামের রাজা মিয়ার মেয়ে রিমি আক্তার। সম্পর্কে তারা খালাতো বোন। তামান্না কটালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান বলেন, খেলার ছলে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে তুলিয়ে যায় তামান্না ও রিমি। পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে কৈতক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডেইলি বাংলাদেশ/এমআর

Best Electronics
Best Electronics