Alexa পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

ঢাকা, মঙ্গলবার   ২২ অক্টোবর ২০১৯,   কার্তিক ৬ ১৪২৬,   ২২ সফর ১৪৪১

Akash

পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

 প্রকাশিত: ১৯:৩৩ ১০ নভেম্বর ২০১৮   আপডেট: ১৯:৩৮ ১০ নভেম্বর ২০১৮

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের শাহজাদপুরে শনিবার বিকেলে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

নিহতরা হলো দ্বারিয়াপুর খাঁ পাড়ার কাঁচা সবজি বিক্রেতা হানিফ শেখের ছেলে ইমরান শেখ ও রূপপুর পুরানপাড়া গ্রামের তাঁত ব্যবসায়ী মুনু আকন্দর ছেলে মিঠুন আকন্দ। তারা সম্পর্কে মামাতো ফুপাতো ভাই। 

এলাকাবাসী জানান, হানিফ শেখের স্ত্রী ইমরান শেখকে নিয়ে এ দিন সকালে বাবার বাড়ি রূপপুর পুরান পাড়া বেড়াতে যায়। দুপুরের দিকে ইমরান ও তার মামাতো ভাই মিঠুন বাড়ির পাশের পীর সাহেবের পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে ওই পুকুরে মাছ মারা জাল দিয়ে এ দুজনের মরদেহ পানি থেকে উদ্ধার করা হয়। 

এ ঘটনায় দ্বারিয়াপুর ও রূপপুর গ্রামে শোকের ছায়া নেমে  আসে।

ডেইলি বাংলাদেশ/জেএইচ