Alexa পাথুরে পাহাড় ফুঁড়ে বেরিয়েছে যে ‘সোনার ব্রিজ’

ঢাকা, সোমবার   ২১ অক্টোবর ২০১৯,   কার্তিক ৫ ১৪২৬,   ২১ সফর ১৪৪১

Akash

পাথুরে পাহাড় ফুঁড়ে বেরিয়েছে যে ‘সোনার ব্রিজ’

ভ্রমণ ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৩:০৩ ১৬ মে ২০১৯   আপডেট: ১৩:০৭ ১৬ মে ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পর্যটনের দেশ ভিয়েতনাম যাওয়ার ইচ্ছে বেশিরভাগ পর্যটকেরই আছে। সবার আগ্রহের অনেক কারণ রয়েছে, এরমধ্যে অন্যতম ‘সোনার সেতু’ দেখা। এটি অবস্থিত দেশটির পাহাড়ি শহর ডানাং-এ। এ শহরের গাছপালা আর পাথুরে পাহাড় ফুঁড়ে বেরিয়ে এসেছে কংক্রিটের প্রকাণ্ড দুটি ‘ঈশ্বরের হাত’। সেই হাত ধরে রেখেছেন ধনুকের মতো বাঁকানো সোনালি রংয়ের এই ব্রিজ। এটি দেখতে প্রতিবছর অসংখ্য বিদেশি পর্যটক ভিড় করেন।

ধনুকের মতো বাঁকানো এই ব্রিজ

৪৯০ ফুট দীর্ঘ এই ব্রিজটি নির্মাণ করা হয় ১৯৯১ সালে। ‘বা না হিলস’ পাহাড়ের ওপর অভিনব ব্রিজ তৈরি করেছে ফ্রান্সের এক নির্মাণকারী সংস্থা। পাহাড়ি রাস্তার মতো ব্রিজটিও এঁকেবেঁকে চলে গিয়েছে পাহাড়ের উপর দিয়ে। মাঝে রয়েছে দুটি পাথরের হাত। ব্রিজ থেকে সম্পূর্ণ দানাং শহর দেখা যায়। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা এবং দৃষ্টিনন্দন বিশাল আকারের হাতের আদলে তৈরি হওয়ায় দর্শকদের আগ্রহের কেন্দ্রে চলে এসেছে সোনালি ব্রিজ।

পরিসংখ্যান বলছে, ২০১৮ সালে সোনালি ব্রিজের আকর্ষণে ভিয়েতনামে গিয়েছিলেন ১৩ লক্ষ বিদেশি পর্যটক। বেশিরভাগই চীনের নাগরিক ছিলেন। ২০১৭ সালে পর্যটকদের সংখ্যা ছিল ৩৫ লক্ষের কাছাকাছি।

ডেইলি বাংলাদেশ/এনকে