Alexa পাট শাক তুলতে গিয়ে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

ঢাকা, রোববার   ২১ জুলাই ২০১৯,   শ্রাবণ ৬ ১৪২৬,   ১৭ জ্বিলকদ ১৪৪০

পাট শাক তুলতে গিয়ে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

বরিশাল প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০২:৫৩ ১২ জুলাই ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

বরিশাল বাবুগঞ্জ উপজেলার রমজানকাঠী গ্রামে পাট শাক তুলতে গিয়ে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- উপজেলার রমজানকাঠী এলাকার কৃষক কামাল হোসেন ও তার স্ত্রী মমতাজ বেগম।

স্থানীয়দের বরাতে বাবুগঞ্জ থানার ওসি দিবাকর চন্দ্র জানান, সকালে দমকা হওয়া ও বৃষ্টিতে খুঁটি থেকে বিদ্যুতের দুটি তার ছিঁড়ে পাট ক্ষেতে পড়ে থাকে। পল্লী বিদ্যুৎ অফিসে জানানো হলে বেলা ১১টার দিকে অফিসের লোকজন একটি বিদ্যুতের তার লাগিয়ে গেলেও আরেকটি তার পাট ক্ষেতে পড়েছিল। দুপুরে পাট ক্ষেতে শাক তুলতে গিয়ে ওই তারে বিদ্যুৎস্পৃষ্ট হন মমতাজ বেগম। দূর থেকে তার মেয়ে বিষয়টি দেখে চিৎকার দেয়। এসময় কামাল দৌড়ে ঘটনাস্থলে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।

তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পল্লী বিদ্যুৎ কর্মকর্তা-কর্মচারীদের গাফিলতি থাকলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি বাংলাদেশ/আরএম