Alexa পাকিস্তানে ভারতের বিমান হামলার ভিডিও

ঢাকা, মঙ্গলবার   ২৩ জুলাই ২০১৯,   শ্রাবণ ৮ ১৪২৬,   ১৯ জ্বিলকদ ১৪৪০

পাকিস্তানে ভারতের বিমান হামলার ভিডিও

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৬:০০ ২৬ ফেব্রুয়ারি ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

ঠিক ১৬ দিন আগে ভারতের পুলওয়ামায় আত্মঘাতী বিস্ফোরণে উড়ে গিয়েছিল সিআরপিএফের একটা বাস। মুহূর্তের মধ্যেই ছিন্নভিন্ন হয়ে যায় ৪৪ জন জওয়ানের দেহ। সে রক্তপাতের জবাব নিতে গত ১৬ দিন ধরে ফুঁসছিল ভারত। অবশেষে সোমবার মধ্যরাতে পাকিস্তান সীমান্তের অভ্যন্তরে জঙ্গি সংগঠন জইশ-ই-মুহাম্মদের ঘাঁটিতে হামলা চালিয়েছে ভারতীয় বিমান বাহিনী। 

যেসব ঘাঁটি উড়িয়ে দেয়া হয়েছে সেখানেই থাকত জইশের তাবড় সব জঙ্গিনেতারা। মাসুদ আজহারের ডানহাত, বাম হাতদেরকেই টার্গেট করেছিল বায়ুসেনা। কোথায় লুকিয়ে থাকত তারা? কেমন ছিল সেইসব ঘাঁটি? সেইসব ছবিই এবার ক্রমশ প্রকাশ্যে আসছে। বের হয়েছে এ বিমান হামলার ভিডিওও।

সংবাদসংস্থা এএনআই সেই ছবি প্রকাশ করেছে। বাইরে থেকে যদিও মনে হচ্ছে আর পাঁচটা সাধারণ বাড়ির মতোই, তবে এর মধ্যেই ছিল প্রচুর অস্ত্র ও বিপুল পরিমাণ বিস্ফোরক। গোয়েন্দা সংস্থা থেকেই সংবাদমাধ্যমে এ ছবিগুলো প্রকাশ করা হয়েছে। 

এ ঘাঁটিতে ছিল অন্তত ২০০ একে রাইফেল আর প্রচুর পরিমাণ বিস্ফোরক ও ডিটোনেটর।


 
দেখা যাচ্ছে ওই ঘাঁটির সিঁড়িতে আাঁকা আছে ব্রিটেন, আমেরিকা ও ইজরায়েলের পতাকার ছবি।

 

ডেইলি বাংলাদেশ/এসআই