পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ২৩:৪৮ ১৭ ফেব্রুয়ারি ২০২০

ছবি- সংগৃহীত
পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন।
কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার দেশটির দক্ষিণপশ্চিমে বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটাতে এ হামলার ঘটনা ঘটে।
কোয়েটা পুলিশ প্রধান আব্দুল রাজ্জাক চিমা গণমাধ্যমকে বলেন, আত্মঘাতী বোমা হামলাকারী একটি ধর্মীয় গ্রুপের সমাবেশে হামলা চালাতে চেয়েছিল। কিন্তু পুলিশ তাকে থামালে পরে সেখানেই সে বিস্ফোরণ ঘটনায়।
গত মাসে কোয়েটাতে মাগরিবের নামাজের সময় একটি মসজিদে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছিল। ওই সময় প্রাণহানি হয়েছিল ১৩ জনের।
ডেইলি বাংলাদেশ/আরএ
English HighlightsREAD MORE »