পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে সতীর্থদের যে বার্তা দিলেন মুশফিক
স্পোর্টস ডেস্ক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৫:১২ ২৪ জানুয়ারি ২০২০ আপডেট: ১৫:৩৮ ২৪ জানুয়ারি ২০২০

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছে সফরকারী বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এদিকে ম্যাচের আগে সতীর্থদের ছোট বার্তা দিয়েছেন মুশফিকুর রহিম।
ব্যক্তিগত কারণে পাকিস্তান সফরে দলের সঙ্গে যাননি বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তবে না গেলেও সবসময় সতীর্থদের পাশে আছেন বলেই জানিয়েছেন তিনি। ম্যাচের আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন মুশফিক।
সেই স্ট্যাটাসে মুশফিক লিখেছেন, 'শেষবার কবে দেশের খেলা টেলিভিশনে দেখেছি তা মনে নেই। দলের সাথে না গেলেও সবসময় সতীর্থদের পাশে আছি। জয় নিয়ে দেশে ফিরে আসবে এই কামনা করি। সবাইকে জুম্মা মোবারক -MR 15।'
ডেইলি বাংলাদেশ/এএল