Alexa পাকিস্তানের বিপক্ষে টেস্টের জন্য টাইগারদের প্রস্তুতি শুরু

ঢাকা, বুধবার   ১৯ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ৬ ১৪২৬,   ২৪ জমাদিউস সানি ১৪৪১

Akash

পাকিস্তানের বিপক্ষে টেস্টের জন্য টাইগারদের প্রস্তুতি শুরু

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১০:৪৯ ২৭ জানুয়ারি ২০২০  

ফাইল ফটো

ফাইল ফটো

প্রথম দফায় টি-টোয়েন্টি সিরিজ শেষে দ্বিতীয় দফায় পাকিস্তান সফরে একটি টেস্ট খেলবে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে সিরিজটি শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি। ঐ ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং পরামর্শক নিল ম্যাকেঞ্জির অধীনে টেস্ট প্রস্তুতি শুরু করেছে এই ফরম্যাটে স্কোয়াডে থাকা সদস্যরা। 

এবার তিন দফায় পাকিস্তান সফর করবে বাংলাদেশ। প্রথম দফায় হচ্ছে চলমান টি-টোয়েন্টি সিরিজ। এরপর দ্বিতীয় দফায় একমাত্র টেস্ট খেলবে পাকিস্তান। আর তৃতীয় ও শেষ দফায় দ্বিতীয় টেস্ট এবং একমাত্র ওয়ানডে খেলবে টাইগাররা। ওয়ানডে হবে ৩ এপ্রিল। করাচিতে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৫ এপ্রিল। দুই ম্যাচের টেস্ট সিরিজ বিশ্ব চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

তাই প্রথম টেস্ট সামনে রেখে মিরপুরে অনুশীলন করছে টেস্ট বিশেষজ্ঞ খেলোয়াড়রা। সুইং ও বাউন্সারের ব্যাপারে পরামর্শ দিচ্ছেন ম্যাকেঞ্জি। 

ব্যাটসম্যানদের সঙ্গে সুইং ও বাউন্সার নিয়েই কাজ করছেন তিনি। তিনি বলেন, আমি টেস্ট খেলোয়াড়দের সঙ্গে সময় ব্যয় করছি, যারা টি-টোয়েন্টি দলে নেই। কিছু নতুন খেলোয়াড় সম্পর্কে জানতে পারাটা সত্যিই ভালো হয়েছে এবং তাদের দক্ষতা বাড়াতে চেষ্টা করছি।

তিনি আরো বলেন, অবশ্যই তারা গেল কয়েক মাসে ভালো ফলাফল করতে পারেনি এবং তবে এটি কাউকে খারাপ খেলোয়াড় করেনি। এটি খেলোয়াড়কে দক্ষতা বাড়াতে ও আরো সতর্ক হতে সহায়তা করেছে।

টানা সাত টেস্ট হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ। ২০১৮ সালে সর্বশেষ টেস্ট জিতেছিলো টাইগাররা। সেটি জিম্বাবুয়ের বিপক্ষে। ম্যাকেঞ্জি বলেন, আমি মনে করি, টেস্টে বাউন্সার বলের বিষয়ে এবং যদিও আমরা উপমহাদেশে খেলবো এবং আমরা জানি পাকিস্তানে ভালো উইকেট হবে ও দ্রুতগতির উইকেট হবে।

ডেইলি বাংলাদেশ/এম