পাংশায় সড়কে প্রাণ গেল মোটরসাইকেল চালকের
রাজবাড়ী প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ২০:১৭ ২০ অক্টোবর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ
রাজবাড়ীর পাংশায় মোটরসাইকেল মোড় ঘোরাতে গিয়ে ছিটকে পড়ে এক চালক নিহত হয়েছেন।
রোববার দুপুরে উপজেলার সীমান্ত সেনগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম রেজা উপজেলার বাহাদুরপুর ইউপির আতাহার হোসেনের ছেলে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির শাকিল বলেন, দুপুরে পাংশা থেকে মোটরসাইকেলে কুষ্টিয়া যাচ্ছিলেন সেলিম রেজা। সেনগ্রাম এলাকায় মোটরসাইকেলের মোড় ঘোরাতে গেলে ছিটকে পড়ে আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান।
ডেইলি বাংলাদেশ/এমআর