Alexa পাঁচ তলা থেকে ছুড়ে ফেলল নবজাতককে! 

ঢাকা, মঙ্গলবার   ১৫ অক্টোবর ২০১৯,   আশ্বিন ৩০ ১৪২৬,   ১৫ সফর ১৪৪১

Akash

পাঁচ তলা থেকে ছুড়ে ফেলল নবজাতককে! 

ডেস্ক নিউজ ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৬:২৪ ২৫ মে ২০১৯   আপডেট: ১৭:০৭ ২৫ মে ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীতে সদ্যোজাত এক শিশু সন্তানকে বাথরুমের ভেন্টিলেটর দিয়ে পাঁচতলা থেকে নিচে ফেলে দেয়ার ঘটনা ঘটেছে।  

শনিবার দুপুরে মিরপুরের রূপনগর আবাসিক এলাকার ১০ নম্বর রোডের ১৮ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী একজন বলেন,  দুপুর পৌনে ১২টার দিকে একটি শিশুকে বাথরুমের ভেন্টিলেটর দিয়ে নিচে ফেলে দেয়া হয়। নিচে পড়ার সঙ্গে সঙ্গে শিশুটি মারা যায়। এ সময় তার নাড়ি-ভুড়ি বের হয়ে মাথা ফেটে যায়।

তিনি আরো বলেন, শিশুটিকে যে বাথরুমের ভেন্টিলেটর দিয়ে নিচে ছুড়ে ফেলা হয়েছে, সেখানে এখনও রক্তের দাগ লেগে রয়েছে। মনে হয় বাচ্চাটি জন্মের সঙ্গে সঙ্গেই বাথরুমের ভেন্টিলেটর দিয়ে নিচে ফেলে দেয়া হয়েছে।

রূপনগর থানার এসআই পরিমল গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সদ্যোজাত এক শিশুর মরদেহ দেখতে পাই, বাচ্চাটির মাথা ফেটে মগজ বের হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সদ্য প্রসবের পর পরই বাচ্চাটিকে কেউ উপর থেকে ছুড়ে ফেলে দিয়েছে। 

ডেইলি বাংলাদেশ/এমকে