Alexa পশ্চিমবঙ্গে বুলবুল’র আঘাত, নিহত ২

ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৭ ১৪২৬,   ২৪ রবিউল আউয়াল ১৪৪১

Akash

পশ্চিমবঙ্গে বুলবুল’র আঘাত, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২২:৪৮ ৯ নভেম্বর ২০১৯   আপডেট: ০৬:০৪ ১০ নভেম্বর ২০১৯

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হেনেছে অতি প্রবল ঘূর্ণিঝড় বুলবুল। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১১৫ কিলোমিটার থেকে ১২৫ কিলোমিটার। এর প্রভাবে কলকাতা ও ওড়িষ্যায় দু’জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময় শনিবার রাত ৯টায় ঝড়ের অগ্রবর্তী অংশ পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ উপকূলে চলে এসেছে বলে ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে।

এরইমধ্যে ঝড়টি কিছুটা দুর্বল হয়ে বাংলাদেশের খুলনা উপকূল অতিক্রম শুরু করেছে। এর প্রভাবে উপকূলীয় অঞ্চলে বৃষ্টি ও ঝড়ো হাওয়া বিরাজ করছে।

পিটিআই বলছে, ঘর্ণিঝড় বুলবুলের প্রভাবে ভারি বৃষ্টি ও দমকা হাওয়ায় কলকাতায় বহু গাছ উপড়ে গেছে, নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এরমধ্যে কলকাতা শহরের একটি নামকরা ক্লাবে একজনের মৃত্যু হয়েছে।

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে ভারতের ওড়িষ্যায়ও ভারি বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার তথ্য দেয়া হয়েছে। এতে একজনের মৃত্যুর খবরও দিয়েছে তারা।

ঝড়ের কারণে কলকাতা বিমাবন্দরের সব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/আরএ/আরএইচ