Exim Bank
ঢাকা, বৃহস্পতিবার ২৪ মে, ২০১৮
iftar

পল্টনে হোটেল থেকে মরদেহ উদ্ধার

 নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২১:০৮, ১৬ মে ২০১৮

আপডেট: ২১:০৯, ১৬ মে ২০১৮

৩২০ বার পঠিত

ফাইল ফটো

ফাইল ফটো

রাজধানীর পুরানা পল্টনের একটি আবাসিক হোটেল থেকে মামুন (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে এ মরদেহ উদ্ধার করা হয়।

হোটেল ম্যানেজার মো. হাসানের বরাত দিয়ে পুলিশ জানায়, গত মঙ্গলবার রাত ৯টার দিকে মামুন ও জাভেদ নামে দুই যুবক হোটেলে এসে ৫ম তলার ৫০৫ নম্বর রুম ভাড়া নেয়। তারা জানায় তাদের বাড়ি নোয়াখালীতে। গতকাল বুধবার সকালে একজন ফোন দিয়ে বলে তারা দু’জনই অসুস্থ। পরে তাদের রুমে গিয়ে তাদের উদ্ধার করে ঢামেকে নিয়ে যাওয়া হয়। সেখানে মামুনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং জাভেদকে অসুস্থ অবস্থায় ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, পুরানা পল্টন এলাকায় বন্ধু আবাসিক হোটেলে থেকে মামুনের লাশ উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসে পুলিশ। এসময় জাভেদ (২৭) নামে আরেক যুবককে অসুস্থ অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

ডেইলি বাংলাদেশ/এসবি/এমআরকে

সর্বাধিক পঠিত