Alexa পর্ন সাইটে ঢুকতে নতুন নিয়ম, গুনতে হবে টাকাও!

ঢাকা, সোমবার   ২২ জুলাই ২০১৯,   শ্রাবণ ৭ ১৪২৬,   ১৮ জ্বিলকদ ১৪৪০

পর্ন সাইটে ঢুকতে নতুন নিয়ম, গুনতে হবে টাকাও!

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২০:২৪ ১২ মার্চ ২০১৯   আপডেট: ২০:২৫ ১২ মার্চ ২০১৯

ফাইল ছবি

ফাইল ছবি

পর্ন সাইটে প্রবেশ করতে নতুন নিয়ম চালু করল যুক্তরাজ্য সরকার। এপ্রিল মাস থেকে পর্ন ভিডিও দেখতে প্রমাণ করতে হবে উপযুক্ত বয়স। এরজন্য গুনতে হবে টাকাও।

ব্রিটিশ গণমাধ্যম মিরর জানায়, যুক্তরাজ্য থেকে পর্ন সাইটে প্রবেশ করার আগে এখন থেকে একটি আলাদা পেজ দেখা যাবে। তাতে ব্যক্তির ই-মেইল অ্যাড্রেস, পাসওয়ার্ড সেই সঙ্গে বয়স উল্লেখ করতে হবে। বয়স প্রমাণের জন্য দেখাতে হবে ক্রেডিট কার্ড বা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স।

এইজআইডি নামে একটি ব্রিটিশ ব্যবস্থাপনা এটি তদারকি করবে। তারাই পর্ন সাইটে ঢুকতে ইচ্ছুকদের প্রবেশাধিকার নিশ্চিত করবে।

এইজআইডি জানায়, তারা ব্যবহারকারীদের কোনো তথ্য সংরক্ষণ করবেন না। তথ্য প্রদান করে সাইটে ঢোকার সঙ্গে সঙ্গেই ব্যবহারকারী এসব তথ্য স্বয়ংক্রিয়ভাবে নষ্ট হয়ে যাবে।

তবে অন্যভাবেও চাইলে বয়স যাচাই করতে পারবে পর্নপ্রেমীরা। এজন্য এইজআইডি তৃতীয় আরেকটি পক্ষের সঙ্গে চুক্তি করেছে। যুক্তরাজ্য জুড়ে প্রায় ত্রিশ হাজার দোকানে ‘পর্ন এক্সেস’ ব্যবস্থা থাকবে। সেখানে বয়স যাচাই করে নিতে পারবে যে কেউ।

পোর্টিসকার্ড নামে এ পর্ন এক্সেসের জন্য খরচ পড়বে প্রায় ৫ ডলার। একটি ফোন বা ডিভাইসে পর্ন এক্সেসের জন্য এমনটা খরচ পড়বে। একাধিক ডিভাইসের জন্য খরচ পড়বে প্রায় ৯ ডলার।

ডেইলি বাংলাদেশ/এসআই