Alexa পরীমনির নতুন পরিচয়!

ঢাকা, মঙ্গলবার   ২৮ জানুয়ারি ২০২০,   মাঘ ১৪ ১৪২৬,   ০২ জমাদিউস সানি ১৪৪১

Akash

পরীমনির নতুন পরিচয়!

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১২:০৪ ২০ এপ্রিল ২০১৯  

পরীমনি

পরীমনি

ঢাকাই চলচ্চিত্রের গ্ল্যামারকন্যা পরীমনি। দর্শকমহলে প্রসংশিত এ অভিনেত্রী ক্যারিয়ারের শুরুতে বাণিজ্যিক সিনেমায় ব্যস্ত হয়ে পড়েছিলেন। তবে তিনি বড় পর্দায় এখন বেছে বেছে কাজ করাতে আগ্রহী হয়ে উঠেছেন। 

এছাড়া নেট দুনিয়ায়ও বেশ সরব এ অভিনেত্রী। নিজের সোশ্যাল ওয়ালে কখনো বেড়ানো যাওয়ার ছবি পোস্ট করেন আবার কখনো বা নিজের তোলা ছবিও পোস্ট করেন। এবারো এর ব্যাতিক্রম হলো না। 

গতবছর দীর্ঘদিনের প্রেমিক তামিম হাসানের সঙ্গে ‘ভ্যালেন্টাইন ডে’-তে বাগদান সম্পন্ন করেছেন পরীমনি। এরপর থেকেই নিয়মিত নিজেদের রোমান্টিক ছবি পোস্ট করেন এই লাস্যময়ী। 

এবার সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার নতুন কয়েকটি ছবি পোস্ট করে আবারো ভক্তদের মন জয় করলেন তিনি। তবে এবারের ছবিতে পরী নিজেকে ভিন্ন পরিচয়ে পরিচিত করেছেন। কেননা ক্যাপশনে তিনি লিখেন ‘শাশুড়ির বউমা’।

জানা যায়, পরীমনি তার শ্বশুর বাড়ির বড় বউ। শুধু তাই নয় শাশুড়ির সঙ্গেও রয়েছে তার ভাল সম্পর্ক। নিজেকে এতদিন প্রেমিকা বা বউ হিসেবে পরিচয় করিয়ে দিলেও পরীমনি যে শাশুড়ির লক্ষ্মী একটি বউ সেটা নতুন পরিচয় দেয়া দেখেই বুঝা যায়। 

ডেইলি বাংলাদেশ/টিএএস