Alexa পরীক্ষা দেখার ইচ্ছায় প্রাণ গেল স্কুলছাত্রের

ঢাকা, বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০১৯,   কার্তিক ২৯ ১৪২৬,   ১৬ রবিউল আউয়াল ১৪৪১

Akash

পরীক্ষা দেখার ইচ্ছায় প্রাণ গেল স্কুলছাত্রের

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৭:৩৬ ২ নভেম্বর ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

সিরাজগঞ্জের কাজীপুরে মোটরসাইকেলে জেএসসি পরীক্ষা দেখতে গিয়ে ভটভটির ধাক্কায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এতে আরো দুই স্কুলছাত্র আহত হয়েছে।

শনিবার সকালে সিরাজগঞ্জ-কাজীপুর আঞ্চলিক সড়কের দুবলাই এলাকায় নির্মাণাধীন টেক্সটাইল পলিটেকনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নূরী ইসলাম সদর উপজেলার সড়াতৈল গ্রামের হাবিবুর রহমানের ছেলে। আহতরা হলো- একই এলাকার আল আমিনের ছেলে স্বপন মাহমুদ ও মক্কের হোসেনের ছেলে আরমান হোসেন। তারা সড়াতৈল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

কাজীপুর থানার ওসি (তদন্ত) গৌতম চন্দ্র মালী জানান, দুই সহপাঠী নিয়ে নূরী মোটরসাইকেলে কাজীপুর আরডি উচ্চ বিদ্যালয়ে জেএসসি পরীক্ষা দেখতে আসছিল। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে নূরীর অবস্থা আশঙ্কাজনক হওয়ার তাকে ঢাকায় নেয়ার পথে মারা যায়।

ডেইলি বাংলাদেশ/এমআর