Alexa পরিবারের সঙ্গে নবদম্পতির ছবি ভাইরাল

ঢাকা, বৃহস্পতিবার   ২২ আগস্ট ২০১৯,   ভাদ্র ৮ ১৪২৬,   ২১ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

পরিবারের সঙ্গে নবদম্পতির ছবি ভাইরাল

 প্রকাশিত: ১০:৫১ ২০ ডিসেম্বর ২০১৭  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

ইতালিতে রূপকথার বিয়ের পর মধুচন্দ্রিমা সেরে দেশে ফিরেছেন বিরুষ্কা। দেশে ফিরেই বিরাটের বাড়িতেই উঠেছেন নববধূ অনুশকা শর্মা। তবে বিয়ের মতোই দেশে ফেরার খবরো গোপন করেছেন তারা। আপাতত নবদম্পতি ব্যস্ত নিজেদের পরিবারের সঙ্গে সময় কাটাতে।

তবে যতই লুকিয়ে রাখুন না কেন, ইতোমধ্যেই পরিবারের সঙ্গে বিরাট-অনুশকার হালকা মেজাজে গল্প গুজব করার ছবি ভাইরাল হয়েছে। ছবিতে অনুশকাকে দেখা যাচ্ছে গোলাপি রঙের চুড়িদার ও কুর্তায়।

আপাতত বি-টাউনে দিল্লি ও মুম্বইতে হতে চলা বিরাট-অনুষ্কার রিসেপশন পার্টির নিয়ে জোর জল্পনা চলছে। সেখানে কারা কারা আমন্ত্রিত তা এখনো গোপনেই রেখেছেন বিরুষ্কা।

ডেইলি বাংলাদেম/টিএএস

Best Electronics
Best Electronics