Alexa পরমাণুবন্ধন ।। মন্দিরা ঘোষ

ঢাকা, সোমবার   ১৮ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৩ ১৪২৬,   ২০ রবিউল আউয়াল ১৪৪১

Akash

পরমাণুবন্ধন ।। মন্দিরা ঘোষ

গুচ্ছ কবিতা ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৫:০১ ১৮ অক্টোবর ২০১৯   আপডেট: ১৫:০২ ১৮ অক্টোবর ২০১৯

অলঙ্করণ: আনিস মামুন

অলঙ্করণ: আনিস মামুন

এভাবেই  জল এঁকে এঁকে
দিন থেকে আরো দিনের প্রত্যয়ে
চোখ থেকে আরো কোন
চোখের নাব্যতায়
হঠাৎ দেখার মত মেট্রো স্টেশন
অথবা শিশিরসন্ধে
কেন যে অনুঘটক সাজে

২.
ঝড়কে মুড়েছি বুকের আসবাবে
ঝাপসা মনখারাপের ফ্রেস্কোয়
উপমা ছড়িয়ে যায় বৃষ্টির  অ্যালবাম

৩.
অচেনা কথার পোশাকে বকুলগন্ধ 
চোখে চোখে আঁকা স্নায়ুরসায়ন

৪.
আরো প্রথা ভাঙা
আরো নরম সন্ধ্যার ঘর
তালিমহীন চোখ
জল আনে দীঘি কেটে কেটে

৫.
যে দিকে ঠিকানারা কাঁটাতার আঁকে
সেখানে খেলা শুধু ফলাফলহীন
আড়ালে সম্মতি থাক সব বিনিময়

৬.
নিষেধের গিঁট খুলে দিলে
অনুতে অনুতে বুঝি পরমাণুবন্ধন

৭.
একটাই বায়ুঘর ধমনীমোড়ক
স্নায়ুতে নীল নীল মেখলা দুপুর
তোমাকেই তোমাকেই তোমাকেই চায়

ডেইলি বাংলাদেশ/আরআর