Alexa পদ্মা সেতু্র ১৪তম স্প্যান বসছে আজ

ঢাকা, মঙ্গলবার   ২৩ জুলাই ২০১৯,   শ্রাবণ ৮ ১৪২৬,   ১৯ জ্বিলকদ ১৪৪০

পদ্মা সেতু্র ১৪তম স্প্যান বসছে আজ

মফস্বল ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১০:৩৬ ২৭ জুন ২০১৯   আপডেট: ১২:৩৬ ২৭ জুন ২০১৯

ফাইল ছবি

ফাইল ছবি

পদ্মা সেতুর ১৪তম স্প্যান বসানো হবে আজ। বৃহস্পতিবার সকালে সেতুর মাওয়া প্রান্তের ১৫ ও ১৬ নম্বর খুঁটিতে স্প্যানটি বসানো হবে।

স্প্যানটি কুমারভোগের বিশেষায়িত ইয়ার্ড থেকে ভাসমান ক্রেনবাহী জাহাজে করে খুঁটির কাছে নেয়া হবে। 

এরইমধ্যে খুঁটি দুটিও স্প্যান বহনের সম্পূর্ণ উপযোগী করা হয়েছে। সেতু বিভাগের সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানিয়েছেন, ৩-সি নম্বর স্প্যান বসানোর সব প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। বসানোর উপযোগী করে স্প্যানটি ইয়ার্ডের জেটির কাছে রাখা হয়েছে। 

পদ্মা সেতুতে মোট ৪১টি স্প্যান বসবে। প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য ১৫০ মিটার। ৬ দশমিক ১৫ কিলেমিটার মূল সেতুটির সংযোগ সেতুসহ দৈর্ঘ্য হবে প্রায় ৯ কিলোমিটার। এ সেতু ২০২০ সালের শেষের দিকে চালু করা হবে।

ডেইলি বাংলাদেশ/জেএস