Alexa ‘পদ্মা আমাদের নিঃস্ব করে দিচ্ছে’

ঢাকা, সোমবার   ২৬ আগস্ট ২০১৯,   ভাদ্র ১১ ১৪২৬,   ২৪ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

‘পদ্মা আমাদের নিঃস্ব করে দিচ্ছে’

আবুল বাসার আব্বাসী, মানিকগঞ্জ ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০৩:০৭ ২১ জুলাই ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

‘পদ্মা প্রতি বছরই আমাদের বাড়িঘর জমিজমা গিলে খাচ্ছে। আমাদের নিঃস্ব করে দিচ্ছে। ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেয়ার জন্য আমরা দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছি।’

কথাগুলো বলছিলেন, মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপিনাথপুর ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস।

তিনি বলেন, গোপিনাথপুরসহ উপজেলার ছয়টি ইউপি এরইমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সহায় সম্বল হারিয়ে অনেকেই ঠাঁই নিয়েছে আশ্রয়কেন্দ্র কিংবা উঁচু বাঁধে। ভাঙনে দিন দিন বদলে যাচ্ছে হরিরামপুরের মানচিত্র। পদ্মা পাড়ের মানুষ এখন ব্যস্ত শেষ সম্বলটুকু বাঁচাতে।

উপজেলার নিহালপুরের ষাটোর্ধ্ব মোশারফ হোসেন বলেন, এবার যেভাবে নদী ভাঙছে, এমন ভাঙ্গন ৫০ বছর আগে আমাদের ছোটবেলায় দেখেছি।

১৩নং গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাখাওয়াত হোসেন বলেন, পদ্মা নদীর ভাঙনে বিদ্যালয়ের পাশের জমি এরইমধ্যে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে বিদ্যালয় ভবনটিও। আতংকে শিক্ষার্থীরা আসতে চায় না। তাই বিদ্যালয় বন্ধ করে দেয়া হয়েছে।

মানিকগঞ্জের আরিচা ঘাট পয়েন্টের পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার মো. ফারুক আহমেদ বলেন, আরিচা পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার ৪১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ডেইলি বাংলাদেশ/এআর

Best Electronics
Best Electronics