Alexa পদ্মায় মায়ের সঙ্গে গোসল, জীবন গেল শিশুর

ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৬ ১৪২৬,   ২১ মুহররম ১৪৪১

Akash

পদ্মায় মায়ের সঙ্গে গোসল, জীবন গেল শিশুর

রাজবাড়ী প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৮:৩৬ ১২ সেপ্টেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

রাজবাড়ীর কালুখালীর বিকয়ায় মায়ের সঙ্গে পদ্মা নদীতে গোসলে নেমে এক শিশুর মৃত্যু হয়েছে। 

মৃত আব্দুর রহমান জেলার পাংশার সুবর্নখোলা এলাকার রুহুল আমীনের ছেলে।
 
স্থানীয়দের বরাত দিয়ে কালুখালী থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন,  বৃহস্পতিবার দুপুরে মায়ের সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নামে আব্দুর রহমান। এ সময় মায়ের হাত থেকে ছুটে পানিতে তলিয়ে যায় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।

ওসি আরো বলেন, বিকেলে নদীর বিকয়া অংশে একটি শিশুর মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এরপর স্বজনরা শিশুকে শনাক্ত করেন। 

ডেইলি বাংলাদেশ/এমকেএ