Alexa পত্নীতলায় ফেনসিডিল উদ্ধার করলো বিজিবি

ঢাকা, শনিবার   ২১ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৬ ১৪২৬,   ২১ মুহররম ১৪৪১

Akash

পত্নীতলায় ফেনসিডিল উদ্ধার করলো বিজিবি

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৮:৪৩ ২৪ আগস্ট ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর পত্নীতলায় পৃথক অভিযানে ১শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি।

পত্নীতলা ১৪ বিজিবি ক্যাম্প সূত্র বলছে, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে ভুটিয়াপাড়া বিওপির কমান্ডার হাবি. মো. আলকাছ আলীর নেতৃত্বে একটি টহল দল ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। 

এছাড়াও ২৩ আগস্ট পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীনস্থ পাগলাদেওয়ান বিওপি'র টহল কমান্ডার হাবি. মো. রবিউল ইসলামের নেতৃত্বে একটি টহল দল রূপনারায়নপুর থেকে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হাসান জানান, উদ্ধার ফেনসিডিলের মূল্য ৪০ হাজার টাকা। প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যাটালিয়ন সিজার স্টোরে মাদক জমা রেখে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হইবে।

ডেইলি বাংলাদেশ/আর.এইচ/আরএম