পটুয়াখালীতে যাত্রী বেশি লঞ্চ কম
পটুয়াখালী প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ২২:০৮ ১২ জুন ২০১৯

ফাইল ছবি
ঈদের ছুটি শেষে এখনো কর্মস্থলে ফিরছে মানুষ। বৈরী আবহাওয়া কারণে পটুয়াখালী নদী বন্দরে সোমবার থেকে ঢাকামুখী যাত্রীদের চাপ বেড়েছে। এতে গুণতে হচ্ছে বাড়তি ভাড়া। তবে লঞ্চ কর্তৃপক্ষের দাবি নির্ধারিত ভাড়াই নেয়া হচ্ছে।
বুধবার পটুয়াখালীতে ছয়টি লঞ্চ ঘাটে থাকলেও যাত্রীদের তুলনায় তা ছিল অপ্রতুল। তাই ঝুঁকি নিয়েই কর্মস্থলে ফিরতে বাধ্য হচ্ছে যাত্রীরা। এছাড়া কয়েকটি সিন্ডিকেট একই কেবিন ও আসন একাধিক যাত্রীদের কাছে বিক্রি করে হাতিয়ে নিচ্ছে অর্থ। এতে যাত্রীদের পড়তে হচ্ছে বিরম্বনায়।
পটুয়াখালী নৌ বন্দরের কর্মকর্তা খাজা সাদিকুর রহমান জানান, যাত্রীদের জন্য সুস্থ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে।
পটুয়াখালীর এডিশনাল এসপি (হেডকোয়ার্টার) শেখ বিলাল হোসেন জানান, ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের পর্যাপ্ত নিরাপত্তা জোরদার ও অনাকাঙ্খিত ঘটনা এড়াতে সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এআর