Alexa পটুয়াখালীতে অটোবাইক পুড়িয়ে দেয়ায় বিক্ষোভ

ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ২ ১৪২৬,   ১৭ মুহররম ১৪৪১

Akash

পটুয়াখালীতে অটোবাইক পুড়িয়ে দেয়ায় বিক্ষোভ

পটুয়াখালী প্রতিনিধি

 প্রকাশিত: ১৬:২৯ ২০ ডিসেম্বর ২০১৮   আপডেট: ১৬:৩৪ ২০ ডিসেম্বর ২০১৮

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

পটুয়াখালীতে বুধবার রাতে  দুবৃত্তরা দু’টি অটোবাইক পুড়িয়ে দেয়ার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে অটোবাইক ও অটো রিকশা শ্রমিকলীগ। 

বৃহস্পতিবার দুপুরে ছাত্রলীগ, শ্রমিকলীগসহ অটোবাইক শ্রমিকলীগ শহরে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করে।

পৌর শহরের শের-ই-বাংলা এবং কলাতলা এলাকায় দুটি অটোবাইক আগুনে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে এএসপি  ও র‌্যাবের একটি দল ঘটনাস্থলে আসেন। মুহূর্তে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। 

শ্রমিক লীগের সভাপতি মো. গণি হাওলাদেরর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী আলমগীর হোসেন, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক ভূইয়া, রিকশা-ভ্যান শ্রমিকলীগের সভাপতি মো. ফারুক ফকির।

উপস্থিত ছিলেন জেলা অটোবাইক শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. শাহীন তালুকদার। 

ডেইলি বাংলাদেশ/এমকে