Alexa পঞ্চাশোর্ধ্ব অক্ষয়ের পারিশ্রমিক ১০০ কোটি!

ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০১৯,   অগ্রাহায়ণ ১ ১৪২৬,   ১৮ রবিউল আউয়াল ১৪৪১

Akash

পঞ্চাশোর্ধ্ব অক্ষয়ের পারিশ্রমিক ১০০ কোটি!

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২০:০৩ ৮ নভেম্বর ২০১৯  

অক্ষয় কুমার

অক্ষয় কুমার

বর্তমান সময়ে বলিউডে অক্ষয় কুমারের ছবি মুক্তি পেলে জোয়ারের পানির মতোই অগুনতি মানুষ হলের দিকে ধেয়ে যান। তাই প্রযোজক-নির্মাতা মহলে অক্ষয়ের চাহিদা বেড়েছে। নিত্যনতুন সিনেমার অফার লেগেই রয়েছে। শোনা যাচ্ছে, ‘এয়ারলিফট’ ছবির পরিচালক নিখিল আদবানির সঙ্গে ফের জুটি বেঁধে অ্যাকশন ছবিতে কাজ করতে যাচ্ছেন এ অভিনেতা। 

বাসু ভাগনানি প্রযোজিত ছবিটির গল্প তুলে ধরা হবে বাস্তব জীবন থেকেই। দৃশ্যধারণের কাজ হবে লন্ডনে। ছবির জন্য পঞ্চাশোর্ধ্ব এ অভিনেতাকে পারিশ্রমিক হিসেবে চোখ ধাঁধানো ১০০ কোটির অফার দেয়া হয়েছে বলেও খবর রটেছে। যদিও খবরের সত্যতা নিয়ে এখনো নির্মাতা-প্রযোজক বা অভিনেতা কোনো পক্ষই মুখ খোলেনি। 

এদিকে নিজের প্রথম গানের ভিডিও ‘ফিলহাল’র কয়েকটি মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন অক্ষয়। ভিডিওতে অভিনেত্রী কৃতী শ্যাননের বোন নুপূর শ্যাননকে দেখা যাবে তার বিপরীতে। 

এক টুইটার বার্তায় খিলাড়ি খ্যাত এ অভিনেতা লিখেছেন, আমি প্রায়ই শুনি মানুষ এখনকার গানে মেলডির অভাবের কথা বলছেন। আমি আশা করছি ফিলহাল এই ধারণা বদলাবে। আমার প্রথম গানের ভিডিওর টিজার শেয়ার করলাম। ৯ নভেম্বর (শনিবার) পুরো গানটি মুক্তি পাবে।

ডেইলি বাংলাদেশ/এনএ