নড়াইলে ৮ প্রার্থীর মনোনয়ন বাতিল
প্রকাশিত: ২১:০৪ ২ ডিসেম্বর ২০১৮ আপডেট: ২১:০৭ ২ ডিসেম্বর ২০১৮
-65356-1543763210.jpg)
ছবি: ডেইলি বাংলাদেশ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রোববার নড়াইলের দুটি আসনে ৮জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা।
নড়াইল-১ আসনর তিনজন এবং নড়াইল-২ আসনের পাঁচজন প্রাথীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, রোববার নড়াইল-২ আসনের সাবেক এমপি বিএনপির প্রার্থী মুফতি শহিদুল ইসলামের দুদকের একটি মামলায় ১০ বছরের সাজা, বিদেশ থাকা এবং স্বাক্ষরসহ কাগজপত্র সঠিক না হওয়ায় তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।
এছাড়া এ আসনে স্বতন্ত্র প্রার্থী মুফতি তালহা ইসলাম, মো. জামাল উদ্দীন ও মনির হোসাইন নিয়মানুযায়ী এক শতাংশ ভোটারদের স্বাক্ষরসহ কাগজপত্র জমা দিতে না পারায় এবং ঋণের কারণে জাসদ (রব) প্রার্থী ফকির শওকত আলীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
নড়াইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী সিকদার মো. শাহাদত হোসেন দুলু, অবসরপ্রাপ্ত লে. কমান্ডার ওমর আলী ও প্রকৌশলী শেখ মিজানুর রহমানের মনোনয়ন বাতিল করা হয়েছে।
নড়াইল-১ আসনে ১১ জন এবং নড়াইল-২ আসনে ১৩ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন।
ডেইলি বাংলাদেশ/এমকে