Alexa নড়াইলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি

ঢাকা, বুধবার   ১৭ জুলাই ২০১৯,   শ্রাবণ ২ ১৪২৬,   ১৩ জ্বিলকদ ১৪৪০

নড়াইলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি

নড়াইল প্রতিনিধি

 প্রকাশিত: ১০:১৪ ১০ জানুয়ারি ২০১৯   আপডেট: ১০:১৪ ১০ জানুয়ারি ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

নড়াইলে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস বৃহস্পতিবার  নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হচ্ছে।

জেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণের মধ্যদিয়ে কর্মসূচি শুরু হয়। দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। 

পুরাতন বাস টার্মিনাল এলাকায় অবস্থিত বঙ্গন্ধুর মুর‌্যালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে বিশেষ দোয়া ও মোনাজাত হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সিনিয়র সহ- সভাপতি অ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল কুমার সাহা, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিদ্দিক আহম্মেদ, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি (দায়িত্বপ্রাপ্ত) রাবেয়া ইউসুফ, নারীনেত্রী আঞ্জমান আরা, পৌর কাউন্সিলর শরফুল আলম লিটু, জেলা পরিষদের সদস্য নাজনীন সুলতানা রোজী, জাতীয় শ্রমিকলীগ নড়াইল জেলা শাখার সভাপতি বিএম হামিনুর রহমান, সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম সহ আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা। 

এসময় আওয়ামীলীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

ডেইলি বাংলাদেশ/এমকে