Alexa নৌ দুর্ঘটনা কমেছে: শাজাহান খান

ঢাকা, শনিবার   ২৪ আগস্ট ২০১৯,   ভাদ্র ৯ ১৪২৬,   ২২ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

নৌ দুর্ঘটনা কমেছে: শাজাহান খান

 প্রকাশিত: ১৪:০০ ৮ জুন ২০১৮  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, বর্তমান সরকারের ক্ষমতায় আসার পর নৌ দুর্ঘটনা কমিয়ে আনা হয়েছে। গত তিন বছরে দেশে কোনো নৌ দুর্ঘটনা ঘটেনি। এবারও প্রতিটি ঘাটে নৌ পুলিশ, কোস্টগার্ড, বিআইডব্লিউটিএ এবং টিসিসহ প্রশাসনের কর্মকর্তা দিয়ে ঘাট নিয়ন্ত্রণ করা হবে যাতে কোন লঞ্চেই অতিরিক্ত যাত্রী এবং ঝুঁকিপূর্ণভাবে যেতে না পারে।

শুক্রবার সকালে ঈদ উপলক্ষে ভোলার ইলিশা ও ভেদুরিয়া ফেরীঘাট পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী আরো বলেন,  বাজেট কোনো দলের হয় না। বাজেট হয় জাতির। এর চেয়ে ভালো বাজেট বাংলাদেশে আর কখনো হয়নি।

সময়ের চেয়ে সবচেয়ে ভালো হয়েছে, এখানে কোনো কিছুরই দাম বাড়েনি। কিন্তু বিএনপি সব ভালোকেই বাকা চোখে দেখে। তারা এ সরকারের কোনো কিছুই ভালো চোখে দেখেনি। এ সরকারের অনেক অর্জন রয়েছে।

এ সময় বিআইডব্লিটিএ  চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হকসহ প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তরা উপস্তিত ছিলেন।

ডেইলি বাংলাদেশ/আরআর

Best Electronics
Best Electronics