Alexa নোয়াখালীতে ভাড়া নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত

ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৭ ১৪২৬,   ২৪ রবিউল আউয়াল ১৪৪১

Akash

নোয়াখালীতে ভাড়া নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত

 প্রকাশিত: ১৬:৫৯ ২৮ আগস্ট ২০১৮   আপডেট: ১৬:৫৯ ২৮ আগস্ট ২০১৮

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীতে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণ এবং সড়কে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা সদরের সোনাপুর জিরোপয়েন্টের বাস কাউন্টার ও বাস টার্মিনাল এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

সদর উপজেলার ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আরিফুল ইসলাম সরদার এটি পরিচালনা করেন।

তিনি জানান, আদালত পরিচালনা করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে বাঁধন পরিবহনের একটি কাউন্টারকে জরিমানা করা হয়েছে। এছাড়া প্রধান সড়কে গাড়ি পার্কিং ও যানজট প্রতিরোধে ট্রাফিক পুলিশের পাশাপাশি প্রতিটি পরিবহনের পক্ষ থেকে শ্রমিকদের দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বিআরটিএ ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন বলেও জানান তিনি।

ডেইলি বাংলাদেশ/আরআর