Alexa নোয়াখালীতে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে

ঢাকা, বুধবার   ১৭ জুলাই ২০১৯,   শ্রাবণ ২ ১৪২৬,   ১৩ জ্বিলকদ ১৪৪০

নোয়াখালীতে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে

নোয়াখালী প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৬:৫৮ ১৫ এপ্রিল ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালী সদরের নোয়াখালী ইউপির বিএনপি, যুবদল ও ছাত্রদলের অর্ধশতাধিক নেতাকর্মী আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনে যোগদান করেছেন।

এ উপলক্ষে সোমবার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের অডিটোরিয়ামে এক সভার আয়োজন করে সদর উপজেলা আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি। ইতালি বিএনপির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রধান অতিথির হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান নাছেরের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম সামছুদ্দিন জেহান, মাওলা জিয়াউল হক লিটন, উপ-প্রচার সম্পাদক মো. নিজাম উদ্দিন, শহর আওয়ামী লীগ সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, আওয়ামী লীগ নেতা রেজাউল হক বাহার, খালেদ মঞ্জু, কামাল উদ্দিন প্রমুখ।

সদ্য আওয়ামী লীগে যোগদানকারী মোস্তাফিজুর রহমান বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসে দেশে সুশাসন নিশ্চিতকরণের মাধ্যমে তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে উন্নয়ন অব্যাহত রেখেছে। একরামুল করিম চৌধুরীর নেতৃত্বে নোয়াখালীতে মানুষ শান্তি-শৃঙ্খলায় বসবাস করছে।  সময়ের পরিবর্তনে ও দেশের চলমান উন্নয়নে বিএনপিকে সমর্থন দেয়া উচিত না। তাই আওয়ামী লীগে যোগদান করেছি।

ডেইলি বাংলাদেশ/এমকেএ