Alexa নোয়াখালীতে ছাত্রদল সভাপতির পায়ে গুলি

ঢাকা, রোববার   ২৫ আগস্ট ২০১৯,   ভাদ্র ১১ ১৪২৬,   ২৪ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

নোয়াখালীতে ছাত্রদল সভাপতির পায়ে গুলি

নোয়াখালী প্রতিনিধি

 প্রকাশিত: ১৩:৩৭ ২ ডিসেম্বর ২০১৮   আপডেট: ১৪:২৩ ২ ডিসেম্বর ২০১৮

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কুমিল্লার বিপুলাশরে শনিবার রাতে ছাত্রদলের সভাপতির পায়ে গুলি করেছে দুবৃর্ত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শহিদ উল্যা লিটন পৌরসভার গাবিদপুরের মাওলানা হানিফের ছেলে। সে সোনাইমুড়ী পৌরসভা ছাত্রদলের সভাপতি।

সোনাইমুড়ী পৌরসভা বিএনপির সভাপতি মোতাহের হোসেন মানিক জানান, শনিবার সন্ধ্যায় সিএনজিচালিত অটোরিকশায় বাজার থেকে বাড়ির সামনে গিয়ে নামেন লিটন। এ সময় একদল দুর্বৃত্ত তাকে মাইক্রোবাসে ‍তুলে নিয়ে যায়। বিপুলাশরে নিয়ে মারধর ও ডান পায়ে গুলি করে ফেলে রেখে যায়।
সোনাইমুড়ি থানার ওসি আবদুল মজিদ জানান, ছাত্রদল নেতাকে গুলির বিষয়টি তদন্ত হচ্ছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

ডেইলি বাংলাদেশ/এমকে

 

Best Electronics
Best Electronics