Alexa রাজনীতিতে নারীর ক্ষমতায়ন নিশ্চিতে দরকার আইনগত সংস্কার

ঢাকা, মঙ্গলবার   ১৬ জুলাই ২০১৯,   শ্রাবণ ২ ১৪২৬,   ১৩ জ্বিলকদ ১৪৪০

রাজনীতিতে নারীর ক্ষমতায়ন নিশ্চিতে দরকার আইনগত সংস্কার

 প্রকাশিত: ০১:১৭ ৭ অক্টোবর ২০১৮   আপডেট: ০১:১৭ ৭ অক্টোবর ২০১৮

ফাইল ছবি

ফাইল ছবি

ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া বলেন, রাজনীতিতে নারীর অংশগ্রহণ এবং ক্ষমতায়ন নিশ্চিত করতে আইনগত সংস্কার এবং আইনানুগ সুবিধা নিশ্চিত করতে হবে, যাতে লিঙ্গ বৈষম্য দূর হয়। 

শনিবার উইমেন পার্লামেন্টারিয়ানের রেজুলেশনের ওপর অনুষ্ঠিত মুক্ত আলোচনায় এসব কথা বলেন তিনি।

এর আগে শুক্রবার এসেম্বলির প্রথম এক্সিকিউটিভ কাউন্সিল এবং সোশ্যাল এন্ড কালচারাল কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ জাতীয় সংসদের চার সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল অংশ নেন। 

সংবিধানের সপ্তদশ সংশোধনীর প্রেক্ষাপট ও প্রাসঙ্গিকতা তুলে ধরে ডেপুটি স্পিকার বলেন, বর্তমানে বাংলাদেশে প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধীদলীয় নেতা, সংসদ উপনেতা সবাই নারী। এসময় সদস্য দেশগুলো নারীর উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে পারে বলে মন্তব্য করেন তিনি।

এপিএ এসেম্বলিতে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার নেতৃত্বে যোগ দেয়া চার সদস্যের সংসদীয় প্রতিনিধিদলে অন্যদের মধ্যে রয়েছেন- সংসদ সদস্য জিল্লুল হাকিম, সংসদ সচিবালয়ের পরিচালক (সিস্টেম ম্যানেজমেন্ট) খান মো. ইলিয়াস হোসেন এবং উপসচিব (আইপিএ) মো. আবু আল হেলাল। ৮ অক্টেবর প্রতিনিধিদলের দেশে ফেরার কথা রয়েছে।

ডেইলি বাংলাদেশ/আরএ