Alexa নেশায় বুঁদ রণবীর-দীপিকার ডান্স ফ্লোরেই তুমুল আদর! (ভিডিও)

ঢাকা, শনিবার   ১৯ অক্টোবর ২০১৯,   কার্তিক ৪ ১৪২৬,   ২০ সফর ১৪৪১

Akash

নেশায় বুঁদ রণবীর-দীপিকার ডান্স ফ্লোরেই তুমুল আদর! (ভিডিও)

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৫:৫৪ ৯ অক্টোবর ২০১৯   আপডেট: ১৫:৫৮ ৯ অক্টোবর ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দীপিকা-রণবীরের প্রেম তো কারোরই অজানা নেই। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই যখন-তখন দেখা যায়। চব্বিশ ঘণ্টা দুজন প্রেম উজাড় করে দিচ্ছেন! 

এই প্রেম কখনো ভিডিও, কখনো ছবিতে উপচে পড়ছে। তবে এবার প্রকাশ্যেই দেখা গেছে সেই প্রেম! সম্প্রতি মুম্বাইয়ের এক নাইট ক্লাবে রণবীর ও দীপিকাকে করেছেন এই প্রেম।

ভিডিওতে দেখা যায়,  রণবীর সিংয়ের ছবি ‘বেফিকরে’ ছবির ‘নশে দি চড় গয়ি’ গানে নেচে উঠলেন দীপিকা ও রণবীর। আর সেই নাচের মাঝখানেই সুযোগ পেয়ে রণবীরকে কাছে টানলেন দীপিকা। ব্যাস, শুরু হল তুমুল আদর!

এদিকে সবার সামনেই নেশায় বুঁদ হয়ে থাকা দীপিকার আদর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। আর সেই ভিডিও হুহু করে ভাইরাল হয়ে যায়।

ভিডিওটি দেখতে এখানে  ক্লিক  করুন

ডেইলি বাংলাদেশ/জেডআর