Alexa নেত্রকোনাতে সাত দিনব্যাপী চারুকলা বিষয়ক কর্মশালা

ঢাকা, মঙ্গলবার   ২১ জানুয়ারি ২০২০,   মাঘ ৭ ১৪২৬,   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

নেত্রকোনাতে সাত দিনব্যাপী চারুকলা বিষয়ক কর্মশালা

বিনোদন প্রতিবেদক

 প্রকাশিত: ১৩:০৩ ৯ জানুয়ারি ২০১৯   আপডেট: ১৩:২১ ৯ জানুয়ারি ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নেত্রকোনায় শুরু হয়েছে ৭ দিনব্যাপী চারুকলা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় এ কর্মশালা চলবে ৮ থেকে ১৪ জানুয়ারি ২০১৯ পর্যন্ত।

কর্মশালায় প্রশিক্ষণ দিবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের ইন্সট্রাক্টর (চারুকলা) জান্নাতুল ফেরদৌস কেয়া এবং নেত্রকোনা জেলার চারুকলা বিষয়ক প্রশিক্ষক ও অভিজ্ঞ শিল্পীবৃন্দ। কর্মশালার সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন নেত্রকোনা জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আব্দুল্লাহ আল মামুন।

কর্মশালা শুরু হয় ৮ জানুয়ারি বিকাল ৪টায়। এর উদ্বোধন করেন নেত্রকোণা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ খালিদ হোসেন। অনুষ্ঠানে সভাপতির আসন গ্রহণ করেন জেলা শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের প্রশিক্ষক সুসহ বনিক মলু। 

৪০ জন প্রশিক্ষনার্থীর অংশগ্রহনে প্রতিদিন বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত কর্মশালা চলবে।

ডেইলি বাংলাদেশ/এমএস/টিএএস