Alexa নেইমারকে এখনো মনে রেখেছেন মেসি!

ঢাকা, শুক্রবার   ২৩ আগস্ট ২০১৯,   ভাদ্র ৮ ১৪২৬,   ২১ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

নেইমারকে এখনো মনে রেখেছেন মেসি!

 প্রকাশিত: ২৩:১১ ২১ ডিসেম্বর ২০১৭   আপডেট: ২৩:১২ ২১ ডিসেম্বর ২০১৭

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

স্পেনের ক্লাব বার্সেলোনায় এক তাঁবুতে কাটিয়েছেন লিওনেল মেসি ও নেইমার জুনিয়র। বর্তমানে দু’জনের ঠিকানা আলাদাও হয়ে গেছে। তুবুও নেইমারকে মনে রেখেছেন মেসি। বড় দিন উপলক্ষে সাবেক দলীয় সতীর্থ নেইমারকে শুভেচ্ছা জানাতে ভুল করেননি মেসি।

বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) পাড়ি জমিয়েছেন নেইমার। যার দল ছাড়ার পেছনে অনেকেই কারণ হিসেবে দেখেন ‘মেসির আধিপত্য’। যদিও লোকমুখে চর্চা হওয়া এসব কথাগুলোর প্রমাণ মেলে না। মুদ্রার এপিঠটা যখন এমন বৈরী তখন উল্টো পিঠে চলছে মেসি-নেইমারের শুভেচ্ছা বিনিময়। বড় দিন উপলক্ষে সাবেক দলীয় সতীর্থ নেইমারকে শুভেচ্ছা জানিয়েছেন তারই সাবেক সতীর্থ লিওনেল মেসি।

ব্রাজিলীয় টিভি চ্যানেল এসবিটির এক ইভেন্টে মেসি নেইমারকে উদ্দেশ্য করে বলেন, স্পেনে তোমাকে খুব মিস করি। আসলে তুমি যেখানেই থাকো সব সময়ই তোমার জন্য শুভকামনা থাকে। আশা করছি খুব শিগগিরই মাঠে অথবা মাঠের বাইরে আমরা একে অপরের মুখোমুখি হবো। তোমার জন্য গভীর আলিঙ্গন, নিজের প্রতি খেয়াল রেখো।

মেসির জবাবের পাল্টা উত্তর দিতে দেরি করেননি সতীর্থ নেইমার। উত্তরে ভ্রাতৃত্ববোধটা ঠিকই অটুট রেখে বলেছেন, তোমাকে ধন্যবাদ। আমার জন্য তুমি একজন আদর্শ এবং অবশ্যই খুব ভালো একজন বন্ধু।

ডেইলি বাংলাদেশ/এসআই

Best Electronics
Best Electronics