Alexa নুসরাত হত্যায় ফের শামীমের রিমান্ড আবেদন

ঢাকা, রোববার   ১৫ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৩০ ১৪২৬,   ১৭ রবিউস সানি ১৪৪১

নুসরাত হত্যায় ফের শামীমের রিমান্ড আবেদন

ফেনী প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২০:২১ ৩০ এপ্রিল ২০১৯   আপডেট: ২০:২৭ ৩০ এপ্রিল ২০১৯

ফাইল ছবি

ফাইল ছবি

ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা মামলার আসামি শাহাদাত হোসেন শামীমের ফের রিমান্ড আবেদন করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে এ আবেদন করে পিবিআই।

মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআইয়ের ইন্সপেক্টর মো. শাহ আলম বলেন, নুসরাত হত্যা মামলায় তথ্য উদঘাটনের জন্য শাহাদাত হোসেন শামীমের পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার রিমান্ডের আবেদন শুনানি হবে।

এর আগে ২৫ এপ্রিল তিনদিনের রিমান্ডে ছিলো শামীম। এছাড়া ১৪ এপ্রিল আদালতে নুসরাত হত্যার দায় স্বীকার জবানবন্দি দেয় সে।

মামলার বাদি অ্যাডভোকেট শাহজাহান সাজু বিলেন, এ মামলার নয়জন স্বীকারোক্তি দিয়েছেন। শামীমের সঙ্গে বাকি আটজনের বক্তব্যে অসামঞ্জস্যতা পাওয়া গেছে। সেজন্য শামীমের পুনরায় রিমান্ড আবেদন করা হয়েছে।

৬ এপ্রিল সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার সাইক্লোন শেল্টার ভবনের তিন তলার ছাদে নুসরাত জাহান রাফির গায়ে আগুন দেয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল তিনি মারা যান।

ডেইলি বাংলাদেশ/এমকেএ