Alexa নিয়োগ পরীক্ষার একদিন আগেই প্রার্থী চূড়ান্ত

ঢাকা, মঙ্গলবার   ২৩ জুলাই ২০১৯,   শ্রাবণ ৮ ১৪২৬,   ১৯ জ্বিলকদ ১৪৪০

ঘুষ লেনদেনের অভিযোগ

নিয়োগ পরীক্ষার একদিন আগেই প্রার্থী চূড়ান্ত

নরসিংদী প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২২:২৪ ২৫ জুন ২০১৯   আপডেট: ২২:২৫ ২৫ জুন ২০১৯

ফাইল ছবি

ফাইল ছবি

মোটা অংকের টাকার বিনিময়ে নিয়োগ পরীক্ষার একদিন আগেই প্রার্থী চূড়ান্ত করার অভিযোগ পাওয়া গেছে নরসিংদী সদরের বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সবুর ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আবুল হাশেমের বিরুদ্ধে।

বুধবার সকালে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে স্কুলে ৯ জন প্রার্থীর নিয়োগ পরীক্ষার কথা থাকলেও তিন লাখ টাকা ঘুষ নিয়ে একদিন আগেই প্রার্থীকে চূড়ান্ত করার অভিযোগ তাদের বিরুদ্ধে।

ম্যানেজিং কমিটির কয়েকজন সদস্য ও নিয়োগ প্রার্থীরা জানান, নিয়োগ পরীক্ষা এখন শুধু আইওয়াশ। বালাপুরের সোহাগ খন্দকার কমিটির সভাপতি ও প্রধান শিক্ষককে তিন লাখ টাকা ঘুষ দিয়েছেন। মঙ্গলবার রাতেই তার হাতে নিয়োগের প্রশ্ন তুলে দেয়া হবে।

তারা আরো জানান, সভাপতি ও প্রধান শিক্ষকের পছন্দের প্রার্থী সোহাগ খন্দকার। ঘুষ লেনদেনকে ধামাচাপা দিতে নামমাত্র পরীক্ষা নেয়া হবে। এর আগেও প্রধান শিক্ষকের যোগসাজশে স্কুলে অনেক অনিয়ম হয়েছে।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আবুল হাশেম বলেন, ঘুষ নেয়ার অভিযোগ সঠিক নয়। প্রার্থীদের মধ্যে মেধা ও যোগ্যতা যাচাই করে একজনকে নিয়োগ দেয়া হবে।

ডেইলি বাংলাদেশ/এআর