নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১৯
দিনাজপুর প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৯:৪২ ২২ জানুয়ারি ২০২০

দুর্ঘটনা কবলিত বাস
দিনাজপুরে নিয়ন্ত্রণ হারিয়ে দুরন্ত পথিক পরিবহনের একটি বাস খাদে পড়ে ১৯ যাত্রী আহত হয়েছেন।
বুধবার দুপুরে সদর উপজেলার দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের গোয়ালহাটি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের পরিচয় জানা যায়নি।
দিনাজপুরের অ্যাডিশনাল এসপি (সদর সার্কেল) সুজন সরকার জানান, দুরন্ত পথিক পরিবহনের একটি বাস দিনাজপুরে আসছিল। গোয়ালহাটি মোড়ে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ১৯ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
ডেইলি বাংলাদেশ/এমআর