নিষিদ্ধ ঘোষিত চ্যানেল ব্যবহারে তিন জনের কারাদণ্ড
প্রকাশিত: ১৬:১২ ২৫ জানুয়ারি ২০২০

ছবি: ডেইলি বাংলাদেশ
নিষিদ্ধ ঘোষিত চ্যানেল ব্যবহারের অভিযোগে একটি প্রতিষ্ঠানের তিন জনকে কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। তারা হলেন- প্রতিষ্ঠানের মালিক মাহমুদুল মামুন (৫২), এ এইচ এম আশরাফ (৫০) ও ফরিদুল ইসলাম (৩০)।
শুক্রবার রাতে মিরপুর মডেল থানার পাইকপাড়া এলাকাতে এ অভিযান চালায় র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। শনিবার র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মিরপুর ডিজিটাল সাইবার ক্যাবল লিমিটেড নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন চ্যানেল ব্যবহার, পাইরেসি ও মানিলন্ডারিং করতো। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ লাখ টাকা জরিমানা ও মালিকসহ তিন জনকে দুই মাস করে কারাদণ্ড দেয়া হয়।
র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, প্রতিষ্ঠানটি আইনশৃঙ্খলা ও আইনের চোখে ধুলা দিয়ে দীর্ঘ দিন যাবত অবৈধভাবে নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন চ্যানেল পরিচালনা, পাইরেসি এবং মানিলন্ডারিং এর মতো অপরাধ করে আসছিল।
ডেইলি বাংলাদেশ/ইএ/এসআই