Exim Bank
ঢাকা, মঙ্গলবার ২০ মার্চ, ২০১৮
Advertisement
শিরোনাম:
মানিকগঞ্জের সিংগাইরে স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ দুইজনের ফাঁসি মিরপুরে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে পুলিশ পরিদর্শক নিহত, আটক ৪ খালেদা জিয়ার জামিন ৮ মে পর্যন্ত স্থগিত রাখলো আপিল বিভাগ
শিরোনাম:
মানিকগঞ্জের সিংগাইরে স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ দুইজনের ফাঁসি মিরপুরে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে পুলিশ পরিদর্শক নিহত, আটক ৪ খালেদা জিয়ার জামিন ৮ মে পর্যন্ত স্থগিত রাখলো আপিল বিভাগ...

নিশ্চিত সিনহা নিজ বাসাতেই আছেন: ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি

 নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১০:০৪, ৫ অক্টোবর ২০১৭

আপডেট: ১৯:০৫, ৫ অক্টোবর ২০১৭

৫৮৫৯ বার পঠিত

ফাইল ছবি

ফাইল ছবি

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তার বাসায় আছেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা।

বৃহস্পতিবার (০৫ অক্টোবর) সকালে প্রধান বিচারপতির অবস্থা জানতে সহযোগিতা ও দিকনির্দেশনা চেয়ে আপিল বিভাগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিনের আবেদনের পর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি একথা বলেন।

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, ‘আমি নিশ্চিত প্রধান বিচারপতি তার বাসায় আছেন।’ এসময় প্রধান বিচারপতির সাথে দেখা করতে চাওয়ার কথা জানালে তিনি বলেন, ‘তিনি কার সাথে দেখা করবেন বা করবেন না সেটা তো তার বিষয়। আপনারা বিষয়টি উপস্থাপন করলেন আমরা শুনলাম।’

এর আগে বুধবার বিকেলে ৩৮ জন জ্যেষ্ঠ আইনজীবীর সঙ্গে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পূর্বনির্ধারিত বৈঠক হয়। ওই বৈঠকে প্রধান বিচারপতির অবস্থা জানতে সহযোগিতা ও দিকনির্দেশনা চেয়ে বৃহস্পতিবার আপিল বিভাগে যাওয়ার সিদ্ধান্ত নেয় আইনজীবী সমিতি।

উল্লেখ্য, দীর্ঘ অবকাশকালীন ছুটি শেষে গত মঙ্গলবার (০৩ অক্টোবর) আপিল বিভাগে বসার কথা ছিল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার। কিন্তু আগেরদিন সোমবার (০২ অক্টোবর) বিকেল ৩টার দিকে আকস্মিকভাবে এক মাসের ছুটি জানিয়ে রাষ্ট্রপতি বরাবর চিঠি পাঠান প্রধান বিচারপতি। ওইদিন রাতেই সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জেষ্ঠ্য বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞাকে অস্থায়ী প্রধান বিচারপতি করে গেজেট প্রকাশ করে আইন মন্ত্রণালয়। ফলে মঙ্গলবার (০৩ অক্টোবর) থেকে অস্থায়ী প্রধান বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞার নেতৃত্বে আপিল বিভাগের কার্যক্রম চলছে।

ডেইলি বাংলাদেশ/টিআরএইচ

সর্বাধিক পঠিত