নিঃশব্দে তুমি।। খাদিজা খানম
কবিতা
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১২:২৪ ৬ মার্চ ২০২০

খাদিজা খানম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, পাথরঘাটা
কোন এক জনাকীর্ণ পথে
হলো যখন দেখা,
দৃষ্টির অগোচরে মন বিনিময়
ছিল না রূপরেখা।
মাঝে মাঝে তার হাতছানিতে
বাড়িয়ে আকুলতা,
জানতে দাওনি স্বপ্নের সাথে
দুঃস্বপ্নের ব্যাকুলতা।
চলার পথের নিরব ভাষায়
জাগাও শুধু স্বপন,
স্বপ্ন মায়ার জাল ফেলে তাই
করছো আলিঙ্গন।
দূর নীলিমায় বাঁকা চাঁদে
ফোঁটাও যখন হাসি,
দুষ্টুমিরা হাতছানি দেয়,
কেঁপে কেঁপে উচ্ছ্বসী।
একটু চোখের আড়াল হলেই
নয়ন জলে ভরো,
হাজার কথার ফুলঝুরিতে
গল্পে ব্যাকুল করো।
বলো না তুমি,
নাকি স্বপ্নে আকুল করো!
ডেইলি বাংলাদেশ/এআর
English HighlightsREAD MORE »