Alexa নিজের ‘প্রথম সন্তান’ এর সঙ্গে ছবি শেয়ার করলেন শুভশ্রী

ঢাকা, রোববার   ২৬ জানুয়ারি ২০২০,   মাঘ ১২ ১৪২৬,   ৩০ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

নিজের ‘প্রথম সন্তান’ এর সঙ্গে ছবি শেয়ার করলেন শুভশ্রী

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১০:২২ ১১ ডিসেম্বর ২০১৯  

শুভশ্রী গাঙ্গুলি

শুভশ্রী গাঙ্গুলি

ক্যারিয়ারের শুরুতেই নায়ক দেবের সঙ্গে জমিয়ে প্রেম করেছেন টালিউডের সুন্দরী শুভশ্রী গাঙ্গুলি। তাদের বিয়ের সম্ভাবনা যখন চারদিকে ডালপালা মেলে ঠিক তখনই বাজলো ভাঙনের সুর। এরপর দেব জড়ান রুক্মিনীর সঙ্গে আর শুভশ্রী গাঙ্গুলী দখল নেন চক্রবর্তীর মন।

প্রেম শুরু হতে না হতেই রাজ-শুভশ্রী বিয়ের মালা বদল করেছেন। তারা এখন কলকাতার সিনেদুনিয়ার ‘হ্যাপি কাপল’। তবে তাদের বাবা-মা হওয়ার কোনো খবর বা গুজব এখনো পাওয়া যায়নি। তাহলে শুভশ্রী সন্তান কোথায় পেলেন?

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রথম সন্তানের সঙ্গে ছবিও শেয়ার করেন শুভশ্রী।

শুভশ্রীর বড় বোন দেবশ্রী গাঙ্গুলির ছেলের সঙ্গে অভিনেত্রী

বিষয়টি খুলেই বলা যাক তাহলে। সম্প্রতি নিজের বড় বোন দেবশ্রী গাঙ্গুলির ছেলে আনেশের সঙ্গে ছবি শেয়ার করেন শুভশ্রী। সেখানেই বড় বোনের ছেলেকে নিজের প্রথম সন্তান বলে স্নেহ চুম্বন দিতে দেখা যায় রাজ-ঘরণীকে। 

টলিউডের প্রথম সারির অভিনেত্রীর সেই ছবি প্রকাশ্যে আসার পরই তা ভাইরাল হয়ে যায়। শুধু তাই নয়, শুভশ্রীর সঙ্গে কে, ওই ছবি দেখে প্রশ্ন তুলত শুরু করেন নেটিজেনরা। এরপরই জানা যায়, বড় বোন দেবশ্রী গাঙ্গুলির ছেলেকেই নিজের প্রথম সন্তান বলে দাবি করেছেন শুভশ্রী।

সম্প্রতি মুক্তি পায় শুভশ্রীর পরবর্তী সিনেমা ‘ধর্মযুদ্ধের’ টিজার। যেখান পার্নো মিত্র, সোহম, স্বাতীলেখা সেনগুপ্তদের সঙ্গে অভিনয় করতে দেখা যায় তাকে। ধর্মযুদ্ধের টিজার মুক্তি পাওয়ার পরই দর্শকদের প্রশংসা কুড়াতে শুরু করেন পরিচালক রাজ চক্রবর্তী।

ডেইলি বাংলাদেশ/টিএএস