Alexa নিজেদের মুখোমুখি উইলিয়ামস বোনেরা

ঢাকা, শনিবার   ২২ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ৯ ১৪২৬,   ২৭ জমাদিউস সানি ১৪৪১

Akash

নিজেদের মুখোমুখি উইলিয়ামস বোনেরা

 প্রকাশিত: ২১:২০ ৩১ আগস্ট ২০১৮   আপডেট: ২১:২০ ৩১ আগস্ট ২০১৮

উইলিয়ামস বোনেরা

উইলিয়ামস বোনেরা

ইউএস ওপেনের মুখোমুখি সেরেনা উইলিয়ামস ও ভেনাস উইলিয়ামস।

শুক্রবার টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে পরস্পরের বিপক্ষে কোর্টে নামছেন দুই বোন। এর আগে ২০১৭ সালে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সর্বশেষ মুখোমুখি হয়েছিলেন তারা। ম্যাচটি জিতেছিলেন ছোট বোন সেরেনা।

তবে নিজ দেশের এই গ্র্যান্ড স্লামে দুইজনের সর্বশেষ দেখা হয়েছিল ২০১৫ সালে। সেবারও ছোট বোনের কাছে হেরেছিলেন ভেনাস।

ট্যুর পর্যায়ে এটি তাদের ৩০তম লড়াই। দুই বোনের দ্বৈরথে ছোট বোন সেরেনাই এগিয়ে। সব মিলিয়ে ১৭-১২ তে এগিয়ে তিনি, আর গ্র্যান্ড স্লামে ১০-৫ এ।

বুধবার দ্বিতীয় রাউন্ডে র‌্যাঙ্কিংয়ের ১০১ নম্বরে থাকা জার্মানির ক্যারিনা উইথফটকে ৬-২ ৬-২ সেটে হারান সেরেনা। এর ঘণ্টাখানেক আগে ইতালির ক্যামেলিয়া জর্জিকে ৬-৪ ৭-৫ সেটে হারান ভেনাস। এদিন জয় পেতে সেরেনা সময় নেন এক ঘণ্টা ৭ মিনিট। আর জর্জিকে হারাতে এর চেয়ে ৪৫ মিনিট বেশি লেগেছে ভেনাসের।

গত ২০ বছরের মধ্যে কোন গ্র্যান্ড স্লামে এত তাড়াতাড়ি দেখা হয়নি দুই বোনের।

ভেনাসে বলেন, অবশ্যই, তাড়াতাড়িই দেখা হয়ে গেল। কিন্তু আমরা দুইজনই ভালো খেলার চেষ্টা করবো।

ডেইলি বাংলাদেশ/সালি