Alexa নিজেদের মিষ্টি হাসিতে মাত করে রেখেছে নেট দুনিয়া! (ভিডিও)

ঢাকা, মঙ্গলবার   ২৩ জুলাই ২০১৯,   শ্রাবণ ৮ ১৪২৬,   ১৯ জ্বিলকদ ১৪৪০

নিজেদের মিষ্টি হাসিতে মাত করে রেখেছে নেট দুনিয়া! (ভিডিও)

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০৯:৩৫ ৬ মার্চ ২০১৯   আপডেট: ১৪:৪৫ ৬ মার্চ ২০১৯

প্রিন্সি খাটিওয়াডা এবং প্রিজমা খাটিওয়াডা

প্রিন্সি খাটিওয়াডা এবং প্রিজমা খাটিওয়াডা

রুপালি পর্দার কোন সেলিব্রেটি নন তারা। তবুও সোশ্যাল মিডিয়ায় তাদের রয়েছে হাজার হাজার ফলোয়ার। নিজেদের মিষ্টি হাসি, রুপ আর বিভিন্ন গানের সঙ্গে পারফর্ম করে মাত করে রেখেছেন নেট দুনিয়া। আর এসব করছে নিছকই মজার ছলে। 

পাঠক বলছিলাম টিক-টক ভিডিও বানিয়ে এখন সবার কাছে পরিচিত যমজ দুই বোন প্রিন্সি খাটিওয়াডা এবং প্রিজমা খাটিওয়াডার কথা। যাদের রুপ কেড়ে নিয়েছে আট থেকে আশির রাতের ঘুম।  

প্রিন্সি এবং প্রিজমার বসবাস নেপালে। নিজেদের মায়াবী চেহারা এবং মন ভুলানো হাসি দিয়েই বেশি পরিচিত এ দুই বোন। টিক-টকে তাদের ভিডিও মানেই হিট। 

এদিকে, যমজ এ দুই বোন টিক-টকে নিজেদের ভিডিওতে নেপালি গানের সঙ্গে ঠোট এবং অভিনয় ছাড়াও হিন্দি গানেও অভিনয় করতে দেখা যায়। এছাড়া দুই বোনই নিজেদের বন্ধু-বান্ধবীদের সঙ্গেও বানিয়েছে ভিডিও। 

তবে, তারা দুইজন এক সঙ্গে হোক কিংবা আলাদা সোশ্যাল মিডিয়ায় তাদের উপস্থিতি মানে দর্শকদে মনে এক উৎসাহ কাজ করে। আর তাই নিজেদের ভক্তদের ভাল কিছু উপহার দেয়ার জন্য প্রতিনিয়তই তারা হাজির হয় নতুন নতুন ভিডিও নিয়ে। 

প্রিন্সি এবং প্রিজমা খাটিওয়াডার টিক-টক ভিডিও-

ডেইলি বাংলাদেশ/টিএএস