Alexa নিখোঁজ যমজ তিন বোনের মধ্যে একজনকে উদ্ধার

ঢাকা, বৃহস্পতিবার   ১৮ জুলাই ২০১৯,   শ্রাবণ ৩ ১৪২৬,   ১৪ জ্বিলকদ ১৪৪০

নিখোঁজ যমজ তিন বোনের মধ্যে একজনকে উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি   ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০২:০৩ ১৮ জুন ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহে নিখোঁজ যমজ তিন বোনের মধ্যে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। 

সোমবার বিকেলে জামালপুর থেকে তাকে উদ্ধার করা হয়েছে। তার নাম চম্পা। সে বর্তমানে ফুলপুর পুলিশের হেফাজতে রয়েছে।

চম্পা, রাজিয়া ও সুলতানা নামে ১৫ বছর বয়সী যমজ তিন বোন গত ১৪ জুন রাতে বাড়ি থেকে নিখোঁজ হয়। সকালে পরিবারের লোকজন নিখোঁজের খবর টের পান। নিখোঁজ তিনবোন ভাইটকান্দি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী এবং তাদের বাবা ধান ব্যবসায়ী আব্দুর রহমান।

শনিবার রাতে নিখোঁজ তিন বোনের চাচা আব্দুস সালাম ফুলপুর থানায় একটি  জিডি করেন।

ফুলপুর থানার ওসি গাজী ইমারত হোসেন জানান,উদ্ধার হওয়া কিশোরী ও এক অটোরিকশা চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ডেইলি বাংলাদেশ/জেএইচ